ঘোড়াঘাটে আগুনে পুড়ল দিনমজুরের তিন ঘর
দিনাজপুরের ঘোড়াঘাটে আগুনে পুড়ে গেছে হতদরিদ্র এক দিনমজুরের বাড়ির রান্নাঘরসহ তিনটি ঘর। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুলাকীপুর ইউপির উত্তর দেবীপুর গ্রামের মুনসুর আলীর বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মুনসুর বাড়িতে তার বাবা আহাদ আলীকে রেখে স্ত্রী সন্তানদের নিয়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার বাবা রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকারে করে ওঠে। এ সময় তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন তাদের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এ দুর্ঘটনায় ওই দিনমজুরের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টঃ আরিফুল ইসলাম জীমন
Comments
Post a Comment