Posts

Showing posts from December 21, 2023

ঘোড়াঘাটে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

Image
ঘোড়াঘাটে  শীতার্ত ৫৫০ জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এর অধিনস্থ ৯৩ সাজোয়া ব্রিগেড এবং ১১ আর্টিলারি ব্রিগেড। সেনা প্রধানের নির্দেশনায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে এ সব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ১১ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল সূফী মোঃ আতাউর রহমান, এনডিসি, পিএসসি এবং কমান্ডার, ৯৩ সাজোয়া ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহসিন রেজা, ওএসপি, এএফডবিউসি, পিএসসি। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, অধিনায়ক, বেংগল ক্যাভালরি, লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, অধিনায়ক, ১১ এসপি রেজিমেন্ট আর্টিলারি লেঃ কর্নেল মোঃ মোক্তাদির রহমান, পিএসসি, জি এবং অধিনায়ক, ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লেঃ কর্নেল  ইমরান হোসেন, পিএসসি, জি, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস, এম মনিরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান। সেনাবাহিনীর এ মানবিক কার্য...