Posts

ঘোড়াঘাটে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

Image
ঘোড়াঘাটে  শীতার্ত ৫৫০ জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এর অধিনস্থ ৯৩ সাজোয়া ব্রিগেড এবং ১১ আর্টিলারি ব্রিগেড। সেনা প্রধানের নির্দেশনায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে এ সব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ১১ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল সূফী মোঃ আতাউর রহমান, এনডিসি, পিএসসি এবং কমান্ডার, ৯৩ সাজোয়া ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহসিন রেজা, ওএসপি, এএফডবিউসি, পিএসসি। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, অধিনায়ক, বেংগল ক্যাভালরি, লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, অধিনায়ক, ১১ এসপি রেজিমেন্ট আর্টিলারি লেঃ কর্নেল মোঃ মোক্তাদির রহমান, পিএসসি, জি এবং অধিনায়ক, ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লেঃ কর্নেল  ইমরান হোসেন, পিএসসি, জি, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস, এম মনিরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান। সেনাবাহিনীর এ মানবিক কার্য...

ঘোড়াঘাটে আগুনে পুড়ল দিনমজুরের তিন ঘর

Image
দিনাজপুরের ঘোড়াঘাটে আগুনে পুড়ে গেছে হতদরিদ্র এক দিনমজুরের বাড়ির রান্নাঘরসহ তিনটি ঘর। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুলাকীপুর ইউপির উত্তর দেবীপুর গ্রামের মুনসুর আলীর বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মুনসুর বাড়িতে তার বাবা আহাদ আলীকে রেখে স্ত্রী সন্তানদের নিয়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার বাবা রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকারে করে ওঠে। এ সময় তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন তাদের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এ দুর্ঘটনায় ওই দিনমজুরের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিপোর্টঃ আরিফুল ইসলাম জীমন

ঘোড়াঘাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Image
সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এর সার্বিক তত্বাবধানে একটি শিশুর মুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল তুলে দিয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সকল ডাক্তার, নার্স ও ইপিআই কর্মীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জানান, এ উপজেলায় স্থায়ী ১টি ও অস্থায়ী ৯৬ টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১ মাস বয়সী ১হাজার ৪৬০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১১ হাজার ৪৯৩ জন শিশুকে ১টি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রমকে এগিয়ে নিতে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সরকারিভাবে ২৪ জন ও ১৯৪ জন স্বেচ্ছাসেবী টিকাকর্মী কাজ করছে। এছাড়াও মোট ১৪ জন স...